নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগেও চূড়ান্ত দল ঘোষণা করতে পারে নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ শেষে দল ঘোষণা করা হবে। তবে বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসলেও বাংলাদেশ দলের কয়েকজন ছাড়া বেশিরভাগ ক্রিকেটারের জায়গা নিশ্চিত।
নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের অনেক প্রশ্নের উত্তর দেবে বলা যায়। বিশেষ করে তৃতীয় ওপেনার কে হবেন? পঞ্চম পেসার হিসেবে কে বিশ্বকাপে যাবেন? ফেরার অপেক্ষায় থাকা জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ কতটুকু ফিট, সাবলীল?
ফেরার লড়াইয়ে থাকা আরেক অভিজ্ঞ সৌম্য সরকার আহামরি কোনো পারফর্ম না করেও নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পান। শেষ সুযোগে যদি মরণ-কামড় বসাতে পারেন এই বাঁহাতি ব্যাটার, তবে ভারতের বিমান ধরতে পারেন তিনিও! আন্তর্জাতিক ক্রিকেটে যে এখনো তার অনেক কিছু দেওয়ার আছে সেটার একটা প্রমাণ তাকে দিতে হবে এই সিরিজে।
সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে টপ অর্ডার ব্যাটাররা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। মেকশিট ওপেনার মেহেদি হাসান মিরাজে বিপদ সামলাতে হয়েছে। ৫ ম্যাচের এশিয়া কাপে দু’বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস আসে ওপেনিং জুটিতে। নাঈম শেখ-তানজিদ হাসান তামিমরা ব্যর্থ। সুযোগ কাজে লাগাতে পারেন নি লিটন দাস-এনামুক হক বিজয়। তাই বিশ্বকাপে তৃতীয় ওপেনার কে হবেন? এই প্রশ্নের সুরাহাও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে করতে চায় বাংলাদেশ দল।
তৃতীয় ওপেনারের দৌড়ে জাকির হাসান, তানজিদ হাসান, এনামুল হক বিজয়দের নাম আছে আপাতত। এশিয়া কাপে তানজিদ ব্যর্থ হয়েছেন। বিজয় ফেরাটা রাঙাতে পারেন নি। নাজমুল হোসেন শান্ত নেই নিউজিল্যান্ড সিরিজে। তাই এই সিরিজে তিন নম্বরে বাজিয়ে দেখা হতে পারে জাকিরকে। গত দুই বছর থেকে ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক বাঁহাতি এই ব্যাটার। এই সিরিজে সুযোগ পেলে নিজেকে বিশ্বকাপে রাখার দাবিটাও জানিয়ে রাখতে পারেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post