শেষ সময়ে বেলিংহামের গোলে জয়ে শুরু রিয়ালের

0
414

স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট হারাতে বসেছিলো রিয়াল মাদ্রিদ। তরুণ তারকা বেলিংহাম শেষ মুহূর্তে রক্ষা করেছেন। অন্তিম সময়ে তার করা গোলেই ইউনিয়ন বার্লিনকে হারিয়ে জয়ে লিগ শুরু করলো মাদ্রিদরা।

জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন প্রথমবারের মতো খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে গোল হজম করেনি দলটি। তারকায় ঠাসা রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলো ক্লাবটি। তবে শেষ মুহূর্তে আর পারেনি। বেলিংহ্যামের কাছে হারতে হয়েছে তাদেরকে।

ম্যাচের শুরু থেকেই কার্লো আনচেলত্তির শিষ্যরা দাপট দেখিয়ে খেলতে থাকে। পুরো ম্যাচে ৭৫ শতাংশ সময়েরও বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো দলটি। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর রিয়াল গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। তবে প্রথমবার খেলতে আসা ইউনিয়ন বার্লিন নিজেদের রক্ষণ দারুণ ভাবে সামলে রাখে। নির্ধারিত সময়েও গোল আসেনি কোনো দলের পক্ষে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পয়েন্ট হারানো থেকে রক্ষা পায় রিয়াল। বেলিংহাম দারুণ এক গোলে নিশ্চিত করেন দলের জয়। শেষ সময়ে গোল হজম করে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বার্লিন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here