স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবলারদের বেতন টিকমতো দিতে পারছিলো না। গত বছরের আগস্টে নারী ফুটবলারদের সাথে চুক্তি করে বাফুফে। সেখানে ৩১জন ফুটবলারকে চুক্তিতে রাখা হয়। যাদের বেতন বাফুফে দিচ্ছিলো।
তবে অর্থের অভাবে বাফুফে মেয়েদের বেতন দিতে পারছিলো না। এখন থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেয়েদের বেতন দেবে।
শুরুতে ৬ মাসের জন্য নারী ফুটবলারদের সাথে চুক্তি করেছিলো বাফুফে। সেই মেয়াদ ফুরিয়ে গেছে। ফেডারেশন নতুন করে চুক্তি নবায়ন করছে। যেখানে বাড়ছে ফুটবলারদের সংখ্যা। আগে ৩১ জন থাকলেও এবার ৩৫ জনকে চুক্তিতে অন্তর্ভূক্ত করছে ফেডারেশন। নতুন চুক্তিতে বাদ পড়ছেন দু’জন ফুটবলার। বেতন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত থাকছে বিভিন্ন ক্যাটাগরিতে।
তবে বাফুফে অর্থের অভাবে বেতন নিয়মিত দিতে পারেনি। এখন থেকে মেয়েরা নিয়মিত বেতন পাবে। ফিফা বেতন দেবে মেয়েদের। ফিফার ফান্ড থেকে পাওয়া টাকা থেকে মেয়েদের বেতন দেওয়ার সুযোগ ছিলো না।
সম্প্রতি ফেডারেশন ফিফার কাছে আবেদন করে জানায় যে, মেয়েদের বেতন টিকমতো দেওয়া যাচ্ছে না অর্থের অভাবে। তাই ফিফার ফান্ড থেকে বেতন দেওয়ার অনুমতির প্রয়োজন। বাফুফের আবেদনে ফিফা সেই অনুমতি দিয়েছে। এখন থেকে বাফুফে ফিফার ফান্ড থেকে নিয়মিত মেয়েদের বেতন পরিশোধ করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
 
			 
                                
































Discussion about this post