স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের একাংশ। তবে যাননি বিরাট কোহলি। জানা গেছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমেরিকার বিমান ধরতে পারেননি কোহলি। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এই তারকার।
আর সেটা হলে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না কোহলির। কারণ আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার দল। তাই ৩০ মে ভারত থেকে রওনা হলে, সেই ম্যাচে খেলা সম্ভব নয় কোহলির জন্য। এদিকে ৩০ জুনই কোহলির সাথে একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা রয়েছে যশস্বী জয়সুয়াল, সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহালের। তাই তাদেরও প্রস্তুতি ম্যাচে খেলা অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রে দলের সাথে যাননি হার্দিক পান্ডিয়াও। ভারতের সহ-অধিনায়ক আইপিএল শেষ করে লন্ডনে অবকাশ যাপন করছেন এখন। তাই সেখান থেকেই সরাসরি আমেরিকার বিমান ধরবেন তিনি। তবে ঠিক কবে দলে যোগ দেবেন, সেটা জানা যাচ্ছে না এখনই।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডাকে। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post