নিজস্ব প্রতিবেদকঃ উন্মোচিত হলো আগামী বিশ্বকাপে বাংলাদেশের জার্সি। মঙ্গলবার রাতে অভিনব এক পন্থায় বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণা সঙ্গে চমক রেখে উম্মোচন করা হয়েছে বিশ্বকাপ জার্সি। কিছুটা বৈচিত্র্যতা আনা হয়েছে এবারের জার্সিতে।
এর আগে গত ওয়ানডে বিশ্বকাপের জার্সি নিয়ে হয়েছিল বেশ সমালোচনা। তবে এবার জার্সিতে বৈচিত্রতা এনেছে বিসিবি। চিরাচরিত সবুজ রঙের জার্সি বাংলাদেশের। বিশেষত্ব বলতে জার্সির দু’পাশের কাঁধে ও কোমরের দিকে লাল রং ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি ডিজাইন।
টাইগারদের বিশ্বকাপ জার্সিতে আছে সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগারের শরীরের গঠন। যদিও ডিজাইনে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিবি। এর বুকের কাছে সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ। এর ওপরে বাম দিকে আছে বিসিবি ও ডান দিকে বিশ্বকাপের লোগো।
বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। তবে চোটের কারণে নেই সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপে সাকিবের সহকারী নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বে অভিষেক হয়েছে বাঁহাতি এই ব্যাটারের। এর আগে ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত।
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post