স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। এর আগে বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ে টাইগাররা। বর্তমানে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতের গোয়াহাটিতে অবস্থান করা বাংলাদেশকে বেশ আশাবাদী সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
বাংলাদেশের বোলারদের ওপর সন্তুষ্ট থাকলেও ব্যাটারদের নিয়ে একটুও সন্তুষ্ট নন আকাশ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দী হবে না। আমরা এটা এশিয়া কাপেও দেখেছি বাংলাদেশের ব্যর্থতা। সবাই মিলে যদি না করে তাহলে এই দলটি ওভাবে পারে না।’
বাংলাদেশের অলরাউন্ডারদের প্রতি বেশ আত্মবিশ্বাসী আকাশ। তিনি বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বোলিং ভালো, দুইজন ভালো অলরাউন্ডার আছে, মিরাজ-সাকিবরা আছে। তবে কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। সত্যি কথা যদি বলি। এই দল কই পৌঁছাবে? আমার তো মনে হয় এই দল কোয়ালিফাই করবে না। কিছু আপসেট (অঘটন) এরা হয়ত করতে পারে। আগেও করেছে। তবে এই দল যদি আগে যেতে পারে সেটা মিরাকেলই হবে।’
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০