নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। তিন ফিফটির ইনিংসে তাদের সংগ্রহ ছাড়িয়েছে তিনশ। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে শ্রীলঙ্কা।
এদিকে প্রথমদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটার দিমুথ করুনারত্নে জানান, বাংলাদেশের ২০ উইকেট নেয়ার পরিকল্পনা করে রেখেছেন তারা। করুনারত্নে বলেন, আমরা এখানে দীর্ঘদিন ধরে খেলছি। তাতে আমরা বুঝতে পারি বোলাররা কী পরিকল্পনা করেছে, তারা কীভাবে এগিয়ে যেতে চায়। আমি তার জন্য ভালোভাবে প্রস্তুত। এই কারণে বাংলাদেশের বিপক্ষে সফলতা পেয়েছি।’
করুনারত্নে আরও বলেন, ‘আমাদের পেসাররা ১৪০ এর ওপরে বল করতে পারলে এবং নির্ভুল বাউন্সার দিতে পারলে সফলতা আসবে। এজন্যই আমার তিনজন পেসার নিয়েছি। তারা যেকোনো মুহূর্তে বাংলাদেশি ব্যাটারদের বিপদে ফেলতে পারে। এছাড়া কামিন্দু ও ধনঞ্জয়া তো রয়েছে স্পিন করার জন্য। এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করছি আমরা এখানেই ২০ উইকেট তুলে নিতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post