নিজস্ব প্রতিবেদকঃ সব জল্পনার অবসান কাটিয়ে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছালেন জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে এই প্রথম ঢাকায় পা রাখলেন তিনি। সোমবার রাত প্রায় সাড়ে ১০টায় বাংলাদেশের মাটিতে পা রাখেন লঙ্কান কোচ।
বাংলাদেশে পা রেখেই ছোট করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন হাথুরুসিংহে। গণমাধ্যমের সাথে কথা বলেননি ঠিকই, তবে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করতে ভুল করেননি। হাথুরুসিংহে জানিয়েছেন, বাংলাদেশে এসে ভালো লাগছে তার।
সাকিব-তামিমদের গুরু বলেন, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে। বাংলাদেশের মানুষদের সবসময়ই পছন্দ করি, এজন্যই আবার ফিরে এসেছি।’
রাসেল ডোমিঙ্গো চলে যাওয়ার পর সেই জায়গায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল হাথুরুসিংহের নাম। সদ্য সমাপ্ত বিপিএল চলাকালীনই নতুন প্রধান কোচ হিসেবে হাথুরুর নাম ঘোষণা করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেই তিনি আসলেন এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে।
জানা গেছে, আজই বিসিবির সাথে বৈঠকে বসতে চলেছেন হাথুরু। দুই বছরের চুক্তির আনুষ্ঠানিকতা সারতে পারেন। আর এরপর কাল থেকে কাজ শুরু করবেন পুরোদমে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজই হাথুরুর প্রথম এসাইনমেন্ট হতে চলেছে।
এর আগে ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরু। ২০১৭ সালে চুক্তির মাঝপথে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। হাথুরুর অধীনেই প্রথমবারের মতো পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর বাইরে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সেরা অর্জন কোয়ার্টার ফাইনালে খেলা, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি ফাইনাল, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জেতার কীর্তিও গড়েছে টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post