স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে নেদারল্যান্ডস। দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম নজর কাড়ে দলটি। এরপর তারা হারায় বাংলাদেশকেও। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ ডাচরা মাঠে নেমেছে স্বাগতিক ভারতের।
শেষ চারের দৌড় থেকে ছিটকে পড়লেও নেদারল্যান্ডসের জন্য লড়াইটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে যে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন সমীকরণে দাঁড়িয়ে থাকা দলটির বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এখন পর্যন্ত প্রথম পর্বে ৮ ম্যাচ খেলে সবগুলোতে জয় তুলে নিয়েছে ভারত। তাতে ১৬ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর ৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১৪। তাতে ডাচদের বিপক্ষে হারলেও শীর্ষস্থান হারাবে না ভারত, রানরেটেও প্রোটিয়াদের থেকে অনেক এগিয়ে স্বাগতিক দলটি।
চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল নেদারল্যান্ডস। তবে নিজেদের তৃতীয় ম্যাচে গিয়ে উড়তে থাকা প্রোটিয়াদের হারায় দলটি। তবে আজ ডাচ বাহিনী হারলেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসরে উঠে যাবে বাংলাদেশ। আর ভারতকে হারাতে পারলে টাইগার বাহিনীকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটবে নেদারল্যান্ডস।
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশঃ ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মেকারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post