স্পোর্টস ডেস্কঃ চলতি বছর ভারত সফরে দ্বীপাক্ষিক সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। এবার আনুষ্ঠানিকভাবে সেই সিরিজের সূচি প্রকাশ করল বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই নিজেদের ২০২৪-২৫ ক্রিকেট মৌসুম শুরু করবে ভারত। এদিকে পাঁচ বছর পর দ্বীপাক্ষিক সিরিজ খেলতে সেপ্টেম্বরে ভারতে যাবে টাইগাররা। সবশেষ ২০১৯ সালে দ্বীপাক্ষিক সিরিজ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল।
এবারের সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত ও বাংলাদেশ। টেস্ট ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। লাল বলের লড়াই দিয়েই শুরু হবে দুই দলের সিরিজ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এরপর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
এই সিরিজ শেষেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর, ধর্মশালায়। দিল্লিতে ৯ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আর সবশেষ ১২ অক্টোবর হায়দ্রাবাদে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি মুখোমুখি হবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post