স্পোর্টস ডেস্ক:: সাবেক সাধারণ সম্পাদক সোহাগের দুর্নীতি কাণ্ডের পর বাফুফেকে নিয়ে আলোচনা-সমালোচনা যেনো থামছেই না। মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে নারী দল পাঠাতে ব্যর্থ হওয়া বাফুফের এবার দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সাবেক সাধারণ সম্পাদক সোহাগের দুর্নীতি কাণ্ড যখন তদন্ত করছে ফেডারেশন, টিক এই সময়েই দুই কর্মকর্তার পদত্যাগ আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে। ফেডারেশনের অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান ও প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা আবুল হোসেন পদত্যাগ করেছেন।
আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে যখন তদন্ত চলছে, আগের সাধারণ সম্পাদক দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন এমন সময়েই পদত্যাগ করলেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই দুই কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান হিসাবরক্ষন কর্মকর্তা আবুল হোসেন শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছে ৫ জুন। অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ১৫ জুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post