স্পোর্টস ডেস্ক:: ১৬ বছর পর বাফুফে ছেড়েছেন সালাউদ্দিন। নতুন সভাপতি তাবিথ আউয়াল মঙ্গলবার সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম এসেছিলেন বাফুফে ভবনে। গত ২৬ অক্টোবরের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েই এএফসির একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ চলে যান তাবিথ আউয়াল। দেশে এসে মঙ্গলবারই আসেন হোম অব ফুটবলে।
বাফুফের কর্মকর্তা, কর্মচারিদের সঙ্গে পরিচিত হয়েছেন নতুন সভাপতি। পরিচিত হয়েছেন নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে। বৈঠক করেছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সঙ্গেও। এরপরই গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে বাফুফের নতুন বস।
সাফ জয়ী মেয়েদের এখনো পুরস্কার ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন সভাপতি জানিয়েছেন, আগামি ৯ নভেম্বর নির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারের বিষয়টি আলোচনা হবে। এরপরই তা গণমাধ্যমে জানানো হবে। ঘোষণা দেওয়া হবে কি পরিমান পুরস্কার দেওয়া হবে মেয়েদের।
স্বপ্ন ছিলো একদিন বাফুফের সভাপতির চেয়ারে বসবেন, তবে সেটা এতো দ্রুত হবে ভাবেননি জানিয়ে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘নতুন সভাপতি হওয়ার রোমাঞ্চটা এখনো আমার মাথায় খেলছে না। এখনো স্বপ্নের ভেতর আছি নাকি স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, সেটা বুঝতে পারছি না। একদিন না একদিন সভাপতি হব—স্বপ্ন ছিল। কিন্তু কবে কোন তারিখে বা কোন দিনে ঘুমের ভেতরে চিন্তা করেছি যে সভাপতি হব নির্দিষ্ট করে বলতে পারছি না। ২০১২ সালে প্রথমবার বাফুফের সহসভাপতি হয়ে চিন্তা ছিল একদিন সভাপতি পদে লড়ব। কিন্তু তা এত শিগগির বাস্তবায়ন হবে ভাবিনি। অবশ্যই গর্বিত।’
বাফুফে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে বসে আগামি দিনের কিছু পরিকল্পনার কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, ‘আজ আমরা সব স্টাফের সঙ্গে বসেছি (দেশের বাইরে থাকায় সাধারণ সম্পাদক ছিলেন না), সর্বোচ্চ স্টাফ থেকে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিতি সভা করেছি। পরপরই মেয়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। আগামী দিনের কিছু পরিকল্পনার কথা বলেছি।’
সবাইকে নিয়ে একটা দল হয়ে কাজ করবেন জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা একটা দল হয়ে কাজ করব। বিগত কমিটির কয়েকজন নতুনভাবে নির্বাচিত হয়েছেন। কয়েকজন নতুন। তৃতীয় গ্রুপ আছে আমার মতো বাইরে ছিলেন এক-দুই টার্ম। তাঁরা ফিরে এসেছেন। তিন ধরনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাইছি।’
প্রথম দিন বাফুফেতে এসে দুর্নীতি নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ‘বিষয়গুলোর সত্যতা কতটুকু, কতটা আর্থিক বিষয় দাঁড়িয়ে আছে, আমাদের আরেকটু খতিয়ে দেখতে হবে। ৯ তারিখে যখন সঠিক তথ্যগুলো বিশ্লেষণ করতে পারব, তখন সিদ্ধান্তগুলো জানাতে পারব।’
সময়ের সঙ্গে নিজেদের বদলে নেবেন জানিয়ে ফুটবলের নতুন অভিভাবক বলেন, ‘সময়ের সঙ্গে সবকিছু বদলানো স্বাভাবিক। এবং আমরাও নিজেদের বদলে দেব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০