স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলছেন না। পাঞ্জাব কিংস নিলাম থেকে কিনলেও খেলেননি আইপিএলে। ইংলিশ ক্রিকেটার ওকসের হঠাৎ কেন এমন বিরতি এ নিয়ে বেশ কথাবার্তা চলছিলো। অবশেষে জানা গেলো তার এমন বিরতির কারণ।
বিশ্বকাপ শুরুর আগে ওকস নিজেই জানালেন, তিনি স্বেচ্ছায় ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। আর সেটা করেছেন তার পরিবারের জন্য। বাবার মৃত্যুর পর পরিবারকে আরো বেশি করে সময় দিতে আপাতত তিনি স্বেচ্ছায় নির্বাসনে আছেন।
সাজাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ওকস তার বিরতির কারণ জানিয়েছেন। পোস্টে ওকস বলেন, ‘গতমাস (মে) আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যখন আমি মাসের শুরুতে আমার বাবা দুভার্গ্যজনকভাবে মারা যান। গত কয়েক সপ্তাহ আমি আমার পরিবারের সাথে ছিলাম, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সময় কাটিয়েছি। আমরা অত্যন্ত শোকাহত এবং এই কঠিন সময় পার করছি।’
ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব দিয়েই ক্রিকেটে ফিরবেন চিরচেনা রূপে জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবা খুবই ভালোবাসতেন ওয়ারউইকশায়ারকে। আমি এবং আমার পরিবারের সঠিক সময়ে আমি তাদের (ওয়ারউইকশায়ার) হয়ে ক্রিকেট খেলতে ফিরবো। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা আমার বাবাকে গর্বিত করেছে। আমি সামনের দিকে তাকিয়ে আবারও সেটার পুনরাবৃত্তি করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post