স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটির ইতিহাসে সেরা কোচ পেপ গার্দিওলার পিঠে অস্ত্রোপচার করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন স্প্যানিশ এই কোচ। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। গার্দিওলা অস্ত্রোপচার করিয়েছেন বার্সেলোনায় তাঁর চিকিৎসক মিরেইয়া ইলুয়েকার কাছে।
ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে গার্দিওলার অস্ত্রোপচারের খবরটি জানায় সিটি। বিবৃতিতে জানানো হয়েছে, ‘গার্দিওলার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন সেরে উঠছেন এবং বার্সেলোনাতে পুনর্বাসনে আছেন। সবাই পেপের দ্রুত আরোগ্য কামনা করছে এবং শিগগিরই তাকে ম্যানচেস্টারে ফিরতে দেখার জন্য মুখিয়ে আছে।’
আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর জাতীয় দলের ম্যাচের জন্য ক্লাব ফুটবলে বিরতি থাকবে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। আগামী রোববার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। এরপর আগামী ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুই ম্যাচে ডাগআউটে থাকবেন না গার্দিওলা।
এদিকে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচেই জিতেছে সিটি। গার্দিওলার দল এর আগে উয়েফা সুপার কাপ জয় করে। গত মৌসুমে ট্রেবল জয়ী সিটির এই বছরে চতুর্থ শিরোপা এটি। এরপর ঘরোয়া লিগে তারা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জেতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post