বার্সেলোনার কোচ হওয়া সম্ভব নয়- আনচেলত্তি

0
87

স্পোর্টস ডেস্কঃ কখনোই বার্সেলোনার কোচ হতে চান না কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের ভালোবাসায় আপ্লুত ইতালিয়ান এই কোচ। আর এই সম্পর্কের কারণে তার পক্ষে কখনও বার্সেলোনার কোচ হওয়া সম্ভব নয়। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, ‘আমার পক্ষে বার্সেলোনাকে কোচিং করানো অসম্ভব। কোচ হিসেবে ১ হাজার ২৭২টি ম্যাচের পর আমার নিজেকে প্রমাণের কিছু নেই। আমি নিজেকে বদলাবো না৷ আপনাকে আমার ব্যক্তিগত এবং ক্লাবের ইতিহাসকে সম্মান করতে হবে। আমি এখানে থাকতে ভালোবাসি এবং নিরাপদ বোধ করি, তাই আমার রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যাওয়ার কোনো কারণ নেই।’

রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০২১ সালের জুনে দ্বিতীয় মেয়াদে মাদ্রিদের দলটির দায়িত্ব নেন তিনি। গত মৌসুমে তার কোচিংয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা জেতে দলটি।

ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি আনচেলত্তি, ‘যার যা খুশি বলতে পারে, কিন্তু এটা সময়ের বাস্তবতা। আমি তাদের বলে দিয়েছে, আমি রিয়ালের সঙ্গে চুক্তিতে আছি এবং এটাকে আমি সম্মান করি। দেখুন ভবিষ্যতে কী হবে, সেটা কেউ বলতে পারবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here