নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বি্পিএল) মাতাতে এসেছেন বেন কাটিং। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। অতীতে ব্র্যাড হজ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল কিলিঙ্গাররা বিপিএল খেলে গেলেও, অজিদের খুব একটা দেখা যায় না।
এর কারণ মূলত এই সময়টাতে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ হয় বিশ্বজুড়ে। এমনকি অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশও হয় ডিসেম্বর-জানুয়ারিতে। তাই বিপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের খেলার সুযোগ কম হয়। প্রথমবার বিপিএলে আসা বেন কাটিংও মনে করেন একই কারণ। বিগ ব্যাশের সাথে বিপিএলের সূচিটা সাংঘর্ষিক।
বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই মূহুর্তে বিপিএলের সবচেয়ে তারকা বিদেশি কাটিং বলেন, ‘আমার কাছে কারণটা খুবই সাধারণ। একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমি ছাড়া খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই ভিন্ন লিগ খেলতে পারে। খুব সম্ভবত দুই-এক জন ফ্রিল্যান্স ক্রিকেটারই শুধুমাত্র খেলতে পারে। অপরজন হলো ক্রিস লিন, সে বিগ ব্যাশে খেলছে।’
‘এটাই একমাত্র কারণ। তবে আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করতে পারত। বিগ ব্যাশের সাথে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post