বিজয়ের সেঞ্চুরির পর রিপন-রাকিবুল-সাইফউদ্দিনের বোলিং তোপে আবাহনীর জয়

0
70

নিজস্ব প্রতিবেদকঃ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা পঞ্চম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। দলটি ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে। ব্যাট হাতে এনামুল বিজয় সেঞ্চুরি হাঁকান। ফিফটি তুলে নেন নাঈম শেখ। এরপর বল হাতে রিপন মণ্ডল, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনরা আলো ছড়িয়েছেন।

সাভারের বিকেএসপিতে আবাহনীর দেওয়া ২৬৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হলেও, মিডল অর্ডার ব্যাটিংয়ে খানিকটা ভুগে দলটি। রানের চাকা ধীর গতির হয়ে পড়ে দ্রুত কিছু উইকেট হারিয়ে। লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু প্রতিপক্ষের দারুণ বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত আর পারেনি লিওপার্ডস। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ২১২ রানে অলআউট হয়ে পড়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন পিনাক ঘোষ। ৯৬ বলের ইনিংসে ৪ বাউন্ডারি হাঁকিয়েছেন এই ওপেনার। এছাড়া অধিনায়ক মইন খান ৩১ রান করেন। আল ইমরানের ব্যাট থেকে আসে ২৯ রান।

আবাহনীর হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রানের পুঁজি পেয়েছে আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৪৮ রান। ৮৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৭ রান করা নাঈমের বিদায়ে সেই অনবদ্য জুটি ভাঙে।

দলটির হয়ে এদিন একাদশে দেখা যায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আসা জাকের আলি অনিককে। তবে টপ অর্ডারে নেমে ১৩ রানের বেশি করতে পারেননি। বড় রান পাননি আফিফ হোসেন ধ্রুব ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই ২১ রান করে করেছেন কেবল। মাঝে সেঞ্চুরি হাঁকিয়ে ফিরে যান এনামুল হক বিজয়ও।

তিনি ১০৭ রানের ইনিংস সাজিয়েছেন ১২৬ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায়। এটি বিজয়ের দ্বিতীয় সেঞ্চুরি আর সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭তম সেঞ্চুরি। এছাড়া ছয় ম্যাচ খেলে আসরে চতুর্থ পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা পেয়েছেন এই তারকা ব্যাটার। দলের একমাত্র বিদেশী দানিশ আজিজ করেন মাত্র ৬ রান। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ১৮ ও তানজিম হাসান সাকিবের ১৪ রানের দ্রুতগতির দুটি অপরাজিত ইনিংসে আড়াইশ পার করা চ্যালেঞ্জিং স্কোর পায় আবাহনী।

ঢাকা লিওপার্ডসের হয়ে দেলওয়ার হোসেন সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here