স্পোর্টস ডেস্কঃ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর এর মাঝেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলবদল করলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার অনলাইনে ডিপিএলে নিজের দল পাল্টে ফেলেছেন এবার।
আনুষ্ঠানিকভাবে ডিপিএলে নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। গেল ডিপিএলে তিনি ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এবারের আসরেও একই দলে খেলার কথা ছিল। তবে পাল্টে যায় সেটি। বিপিএলে রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে একই মালিকাধীন ডিপিএলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার।
এবার দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন সাকিব। যেহেতু বিপিএল চলছে, তাই সরাসরি সুযোগ থাকার পাশাপাশি অনলাইনেও চলছে দলবদল। দলবদলের প্রথম দিনই শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে সাকিব নিজের নাম যুক্ত করেছেন।
দলবদল করে একই ক্লাবে এবার এসেছেন ইয়াসির আলি রাব্বি, রিপন মণ্ডল ও টিপু সুলতান। বৃহস্পতিবার দলবদলের শেষ দিন। এরপরই জানা যাবে কারা কোন দলে খেলছেন, কে কোন দল পাল্টালেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post