বিপিএলে তামিমকে অধিনায়ক করলো বরিশাল

0
88

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য প্রস্তুতি শুরু করেছে ফরচুন বরিশাল। যার ধারাবাহিকতায় তামিম ইকবালকে দলের অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের অনেক আগেভাগেই বিপিএলের আগামী আসরের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মূলত একাধিক বিদেশি লিগ থাকায়, সেই সময় মানসম্পন্ন বিদেশির শঙ্কা দেখা দিতে পারে। আর তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বরিশালও এর ব্যতিক্রম না। সবার আগে আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের সাথে সরাসরি চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব আল হাসানের সাথে চুক্তি ছিল শেষ দুই বিপিএলে। তবে সাকিব বেঁছে নিয়েছেন নতুন ঠিকানা। আর তাই তামিমকে দলে নেয় বরিশাল। এর আগেও একই দলের হয়ে খেলার ও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের ড্যাশিং ওপেনারের।

তামিমকে দলের ভেড়ানোর পর এবার অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি এক পোস্টের মাধ্যমে জানায় দল। সবশেষ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে খেললেও, অধিনায়কত্ব করেননি তামিম। সাম্প্রতিক বছরগুলো বিপিএল বা অন্যান্য ঘরোয়া আসরে অধিনায়কত্ব থেকে দূরে থাকেন এই বাঁহাতি। যদিও জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ঠিকই পালন করেন।

এদিকে তামিমের পর আরও এক ওপেনারকে দলে নিয়েছে বরিশাল। আর তিনি একজন বিদেশি তারকা। ফরচুন বরিশালের হয়ে আগামী বিপিএল খেলবেন ফখর জামান। পাকিস্তানের এই বাঁহাতি তারকার এর আগে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। তবে বরিশালের হয়ে এবারই প্রথমবারের মতো খেলতে নামার অপেক্ষায়। একদিন আগেই ফখরকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here