নিজস্ব প্রতিবেদকঃ চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তাওহিদ হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটার আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করলেন। শুক্রবার মিরপুরে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। চলতি আসরে কোনো ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি এটি।
বিপিএল ইতিহাসে ৬ষ্ঠ বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পেলেন হৃদয়। তাতে দারুণ এক জয় পায় কুমিল্লা। এর আগে তাদের শুরুটা মোটেও ভালো ছিল না। ব্যক্তিগত ৮ রান করে ঢাকার পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্রথমেই ফিরে যান লিটন দাস। এরপর রান আউটে কাটা পড়েন ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকসও। পরে দলীয় ২৩ রানে কুমিল্লা শিবিরে আবারও আঘাত হানেন শরিফুল। এবার ব্যক্তিগত ১ রানে ফিরিয়ে দেন ইমরুল কায়েসকে।
এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়ে তোলেন ব্রুক গেস্ট। তবে হৃদয় ছিলেন এদিন শুরু থেকেই মারমুখী। শুরুটা হয়েছিল সাইফ হাসানের এক ওভারে তিন ছয় দিয়ে। ধীর গতিতে খেলতে থাকা ব্রুক অবশ্য ফিরে যান ৩৫ বলে ৩৪ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে রীতিমতো ঢাকার বোলারদের শাসন করতে থাকেন হৃদয়। পরে ৫৩ বলে তুলে নেন সেঞ্চুরি। এর আগে ৩২ বলে ফিফটি হাঁকিয়ে আরও মারমুখী হন তিনি। সেঞ্চুরি পেতে পরের ফিফটি করেছেন মাত্র ২১ বলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post