নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে গেলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। জাতীয় দলের ম্যাচ থাকায় বিপিএল ছাড়লেন আফগান এই তারকা ক্রিকেটার। বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
এদিকে বরিশালের জার্সিতে এবারের আসরে আর খেলা হচ্ছেনা পাকিস্তানের শোয়েব মালিকের। পারিবারিক কারণে বিপিএল ছেড়ে গেছেন এই অলরাউন্ডার। বিপিএলের ঢাকা পর্বের খেল শেষ হয়েছে। দলগুলো এখন সিলেটে। তবে মালিক দলের সঙ্গে সিলেট না গিয়ে ঢাকা থেকে উড়াল দেন দুবাইয়ের উদ্দেশ্যে।
জানা গেছে, ব্যক্তিগত কারণে দুবাই যান মালিক। পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাপারে বরিশালের পক্ষ থেকে শুরুতে জানানো হয়েছিল, সিলেট পর্বের মাঝেই আবারো ফিরবেন তিনি। কিন্তু সেটি আর হচ্ছে না। বিপিএলের এবারের আসরে আর ফেরা হচ্ছে না মালিকের। আর তাঁর বদলি হিসেবে আরেক পাকিস্তান ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। যিনি আসন্ন ২০২৪ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে দল পান নি।
মালিক ঢাকা পর্বে তিন ম্যাচেই খেলেছেন। যদিও এই তিন ম্যাচে রান পাননি তিনি। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। এদিকে ইব্রাহিম এবার বরিশালের জার্সিতে খেলেছেন ২ ম্যাচ। রান পান নি তিনিও। করেছেন যথাক্রমে ১২ ও ১১ রান। বরিশালের সিলেট পর্বের প্রথম ম্যাচ ২৭ জানুয়ারি। এর আগে ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল। তারা অবস্থান করছে টেবিলের ছয় নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post