স্পোর্টস ডেস্ক:: ব্যস্ত জীবনে অফুন্ত সময় মিলেছেন মোরসালিন, তপু-বিশ্বনাথদের। দেশের ফুটবলে চলছে ছুটির আমেজা। সারা বছর বল নিয়ে ব্যস্ত থাকা ফুটবলাররা নিজেদের পরিবারকে সময় দিচ্ছেন, আড্ডা-আনন্দে কাটাচ্ছেন অবসরের সময়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হয়েছে ২৯ মে। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচও শেষ হয়েছে। নতুন মৌসুম শুরুর আগে ফুটবলারদের তাই তেমন ব্যস্ততা নেই।
৬ জুন ঢাকায় অস্ট্রেলিয়া ও ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচের পর থেকেই ছুটির মতো সময় কাটছে জাতীয় দলের ফুটবলারদের। ছুটি পেয়ে খুশি জাতীয় দলের ফুটবলার তপু সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক মৌসুমে লিগের পরেও কিছু না কিছু খেলা ছিল। এবার পুরোপুরি ছুটি। ছেলে ছোট বলে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তবে বাড়িতে পরিবারের সঙ্গে সময়টা দারুণ কাটছে।’
জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন গ্রামের বাড়ীতে দারুণ সময় কাটাচ্ছেন। ছুটির সময়ে অবশ্য কিছুটা টেনশনে আছেন তিনি পড়াশোনা নিয়ে। মোরসালিন সাংবাদিকদের বলেন, ‘দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ছিল এর মধ্যে। এখন দেশের যে অবস্থা, তাতে পরীক্ষার কথা কীভাবে ভাবি। বিশ্ববিদ্যালয় কবে খুলবে, জানি না। এর মধ্যে পরীক্ষাটা হয়ে গেলে ভালো হতো। পরে ফুটবল মৌসুমের মধ্যে পরীক্ষা হবে, ঝামেলায় পড়ব।’
এলাকার ছোট ভাইদের সাথে ফুটবল খেলছেন, টিপস দিচ্ছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘এলাকার ছেলেদের সঙ্গে প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। অভিজ্ঞতা বিনিময় করি। সঙ্গে ফিটনেস রুটিনটাও অনুসরণ করছি। তবে বাড়িতে এলে খাওয়া-দাওয়ার লাগাম টানাটা কঠিন। তারপরও ফিটনেসের চিন্তা মাথায় রাখতেই হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post