নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণার পরই নিজের স্বপ্নের কথা জানিয়েছেন রুবেল হোসেন। জাতীয় দলের এক সময়ের তারকা পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে, সাকিবের হাত ধরে বিশ্বকাপ জেতার আশা ব্যক্ত করেছেন।
রুবেল হোসেন লেখেন, ‘বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। স্বপ্ন দেখতে দোষ কোথায়, বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিবের হাতে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব …।’
গেল ৩ আগস্ট, বৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরই নতুন অধিনায়ক খুঁজার মিশনে নামে বিসিবি। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকেই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বেঁছে নিয়েছে বোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post