স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বড় হার দেখল শ্রীলঙ্কা। নিউ ইয়র্কে সোমবার আগে ব্যাট করে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় তারা। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার জয় ৬ উইকেটের বড় ব্যবধানে। আসরে লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ডালাসে, বাংলাদেশের বিপক্ষে।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতেই টিম হোটেলে (ব্রুকলিনে) তড়িঘড়ি করে ফিরতে হয়েছে শ্রীলঙ্কার। এরপর হোটেল ছেড়ে ডালাসের বিমান ধরতে হয়েছে তাদের। নাসাউ ক্রিকেট গ্রাউন্ড থেকে লঙ্কানদের টিম হোটেলের দূরত্ব সড়কপথে প্রায় দেড় ঘণ্টার। এদিকে শুধু এই বিষয়টি নয়, মায়ামি থেকে নিউইয়র্কে যাওয়ার পথে মায়ামি বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের কারণে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল দলটিকে।
শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা তো সরাসরিই বললেন, অন্যায্য সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। এ ছাড়া দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল। তবে উত্তরে আইসিসি জানিয়েছে, দেরি হয়ে গেছে। এখন আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। গতকাল প্রোটিয়াদের কাছে লজ্জার হারের পর তিকশানা জানান, হোটেলের দূরত্ব অনেক বেশি হওয়ায় ম্যাচের দিন ভোর ৫টার কাছাকাছি সময়ে ঘুম থেকে উঠে মাঠের জন্য রওনা হতে হয়েছে তাদের।
তিকশানা বলেন, ‘আমাদের সঙ্গে এটি অন্যায়। আমাদের প্রতিদিন (ম্যাচের পর) ছুটতে হবে কারণ আমরা চারটি ভিন্ন ভেন্যুতে খেলব। এটি অন্যায্য। ফ্লোরিডা থেকে, মায়ামি থেকে আসতে বিমানবন্দরে আমাদের প্রায় ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এখানে আসার পর রাত ৮টায় আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট ভোর ৫টায়। এটি সত্যিই অন্যায্য। তবে মাঠে খেলার সময় এসব কোনো গুরুত্ব রাখে না। আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি ফ্লোরিডায়। সেখানে আমাদের তৃতীয় ম্যাচ। পরবর্তী বছরে হয়তো সবাই এটি নিয়ে চিন্তা করবে। কারণ আমি জানি, এই বছর আর কিছু পরিবর্তন হবে না। আমাদের ম্যানেজমেন্ট ফ্লাইটের বিষয়টি দেখার চেষ্টা করছে। কারণ আমরা এখানে খেলছি এবং সব কিছু গুছিয়ে রওনা দিতে হবে। মাথার মধ্যে সবসময় এটি কাজ করে যে, তাড়াহুড়োয় কিছু ফেলে এলাম না তো!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post