বিশ্বকাপে এবাদতকে মিস করবেন সাকিব

0
36

স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে ভারত বিশ্বকাপে থাকছেন না এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে হাঁটুতে চোট পেয়েছেন এই ক্রিকেটার। এরপর ইংল্যান্ডে সার্জারি করিয়ে বর্তমানে বিশ্রামে আছেন তারকা এই পেসার। অধিনায়ক সাকিবের মতে, বিশ্বকাপে এই পেসারের অনুপস্থিতি দলের জন্য একটি বড় মিস।

সাকিব বলেন, ‘পুরো বিশ্বকাপে আমার এই দলে একজনই মিসিং, সেটা এবাদত। এই বিশ্বকাপে যে কন্ডিশনে খেলা হচ্ছে, যে জিনিসটা দরকার ছিল… সবচেয়ে বড় অস্ত্রটা নাই। আর সেটা হচ্ছে এবাদত। এই একজন বাদে আমাদের তেমন কোনো দুর্বলতা নেই দলে।’

সাকিব আরও বলেন, ‘এবাদত বাদে আমরা মোটামুটি সব দিকই কাভার করার চেষ্টা করেছি। আমাদের পূর্ণ বিশ্বাস আছে এই ১৫ জন খেলোয়াড়ের ওপর। আমি নিশ্চিত, তারা যখনই সুযোগ পাবে দেশের জন্য ভালো কিছুই করে আসবে। এটা তাদের জন্য একটা ভড় সুযোগ।’

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন এবাদত। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল চোট গুরুতর নয়। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের ভাবনায় এবাদতকে ইংল্যান্ডে পাঠায়।

গত ৩০ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় এবাদতের। জানা গেছে, তাঁর পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে। ফলে তার বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। এবার ছিটকে গেলেন বিপিএল থেকেও। লন্ডনে চিকিৎসা শেষ করে এবাদত গত ১৩ সেপ্টেম্বর দেশে ফিরেন। বর্তমানে তিনি পুনর্বাসক প্রক্রিয়া আছেন।

গত এক বছরে ওয়ানডে বাংলাদেশের বোলারদের মধ্যে তার পারফরম্যান্স ছিল সবচেয়ে উজ্জ্বল। এই সময়ে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন তিনি। এবাদতকে হারানো বড় ধাক্কা বাংলাদেশের। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে তাঁকে ছাড়া খানিকটা বেগ পেতে হতে পারে টাইগারদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here