স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে স্কটল্যান্ড। আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত হয়েছে। বাছাই পর্ব পেরিয়ে মূল বিশ্বকাপে এসেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই গ্রুপ ও সূচি প্রকাশ করেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নারী বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক টাইগ্রেসদের গ্রুপ সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা।
আইসিসি আগেই দু’টি গ্রুপ ও সূচি প্রকাশ করেছিলো। তবে বাকী ছিলো দুই গ্রুপের সবশেষ দুই দল। বাছাই পর্বের ফাইনাল শেষ সেই দুই দলও নির্ধারণ হয়েছে। বাছাই পর্বের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপে আর রানার্সআপ স্কটল্যান্ড খেলবে ‘বি’ গ্রুপে।
৩ অক্টোবর মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী ম্যাচে বেলা ৩টায় মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর ফাইনাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post