স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে আগামী শনিবার ভারতে উড়াল দেবেন টিম সাউদি। এর আগে গত ১৫ সেপ্টেম্বর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এরপর অস্ত্রোপচার করানো হয় তাঁর আঙুলে।
বিশ্বকাপ শুরুর আগে সাউদির সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা দূর করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে যোগ দিচ্ছেন এই পেসার। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে সাউদিকে।
এদিকে নিউজিল্যান্ড দল কাইল জেমিসনকেও ভারতে নিয়ে যাচ্ছে। যদিও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। ফলে আপাতত কোন ম্যাচ খেলতে পারবেন না ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসার। তবে দলের একজন রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন তিনি। দীর্ঘদিনের চোট কাটিয়ে গত আগস্টে জাতীয় দলে ফেরেন জেমিসন।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। গত এপ্রিলে আইপিএল খেলার সময়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন গুজরাট টাইটান্সে খেলা এই ব্যাটার। কিউইদের পেস আক্রমণের মূল ভরসা থাকবেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আর লকি ফার্গুসেন। আছেন ম্যাট হেনরি। এছাড়া মিডিয়াম পেস করতে পারেন ড্যারেল মিচেল এবং নিশামও।
বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটকিপার) ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post