স্পোর্টস ডেস্কঃ ২০২৩ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পাবেন কারা, চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। মাঠে থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবরো। সেমিফাইনালের পর এবার ফাইনালেও তারা দুজন পেলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব। এদিকে ফাইনালে থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
এর আগে রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবরো- দুজনেই ছিলেন এবারের বিশ্বকাপের দুটি সেমিফাইনালে। ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ে অনফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওর্থ। দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় আম্পায়ার হয়ে মাঠে ছিলেন রিচার্ড কেটেলবরো। ২০১৫ সালের ফাইনালেও অনফিল্ডে ছিলেন তিনি।
২০১৯ বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের কাউকেই এবারের বিশ্বকাপে রাখা হয়নি। সেবার অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন কুমার ধর্মসেনা ও মারায় এরাসমাস। এবার আসরে নকআউটের কোনো ম্যাচেই দায়িত্ব পাননি এই দুজন। আর লর্ডসের ফাইনালের থার্ড আম্পায়ার রড টাকার ও ফোর্থ আম্পায়ার আলিম দার ছিলেন। আলিম দার এলিট প্যানেল থেকে অবসর নেন। আর রড টাকার প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকলেও ফাইনালে থাকছেন না। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন রঞ্জন মাধুগালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০