স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। আসন্ন এই সিরিজের এক টেস্ট বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে আমরা একটি টেস্ট ম্যাচ খেলব। সিরিজে দুটি টেস্ট ম্যাচ ছিল। কিন্তু ব্যস্ত সূচির (বিশ্বকাপের আগে) কারণে একটি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া টেস্টটি আমরা অন্য কোনো সময় খেলব, আপাতত একটা টেস্ট খেলব।’
আগামী জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। তবে রশিদ খানদের বিপক্ষে টেস্টের চেয়ে বিশ্বকাপ প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। আগে সাদা বলকে গুরুত্ব দিতে এবং ব্যস্ত সূচির ধকল কাটাতে আপাতত এক টেস্ট বাতিল করেছে বিসিবি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুন ঢাকায় আসা আফগানরা মাঠে নামবে তিন দিন পর। ১৪ জুন মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এরপর ২৩ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাগরিকায় ওয়ানডে সিরিজ শেষে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post