বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছাড়বেন সাকিব

0
99

স্পোর্টস ডেস্কঃ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ভারত বিশ্বকাপ পর আর অধিনায়কের পদে থাকতে চান না বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশীয় এক টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব এমনটিই জানিয়েছেন। তিনি জানান, বিশ্বকাপ পরে অধিনায়কত্ব থেকে সরে যাবেন।

বুধবার বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। আর কোনে কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’

সাকিব আরও বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে। তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠাল। আমি দেখলাম রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ রিয়াদ) দলে নেই। আমার কিছু বলার ও ছিল না। কারণ পরের দিনে সবাই রওনা দিয়েছে। আমাকে সবাই বলতেছে আমি নাকী রিয়াদ ভাইকে নেইনি। এইসব হাস্যকর কথা। মানুষের সাইলকোলজি এমন কেনও? আমি কিছু জানি না। তাও আমার দোষ দেওয়া হয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here