নিজস্ব প্রতিবেদকঃ ফরচুন বরিশালের বিপক্ষে গতকাল রোমাঞ্চকর এক ম্যাচ জিতিয়েছেন ম্যাথু ফোর্ড। মিরপুরে আগে ব্যাট করে ১৬১ রান করে বরিশাল। রান তাড়ায় ইমরুল কায়েসের ফিফটিতে জয়ের ভিত তৈরি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শেষদিকে জাকের আলী অনিক ও ম্যাথু ফোর্ডের ঝলকে স্বস্তির জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
জয়ের জন্য শেষ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলে কোনো রান নিতে পারেন নি জাকের। বরং রান আউটের শিকার হন খুশদিল শাহ। এরপর ক্যারিবিয়ান অলরাউন্ডার ফ্রডের সাহসী ব্যাটিংয়ে জয়ের দেখা পায় লিটন দাসের দল। ৪ বলে ১৩ রান করেন তিনি। ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় কুমিল্লা।ম্যাচ শেষে দলটির অধিনায়ক লিটন দাস জানিয়েছেন তাদের বিশ্বাস ছিল ফোর্ড জেতাতে পারবেন।
ফোর্ডের প্রশংসা করে লিটন বলেন, ‘আমাদের যে লোয়ার অর্ডার ব্যাটাররা ছিল সবাই বেশ ভালো। স্বাভাবিকভাবে এক ওভারে যখন ১৫ বা ১২ রান তাড়া করবেন তখন চিন্তা তো থাকেই। আমরা অনুশীলন দেখেছি, সবকিছু জানি। সে (ফোর্ড) অনেক বড় বড় ছয় মারতে পারে। এই বিশ্বাসটাই ছিল। শুধু আমার না আমার পুরো দলের ভেতরই ছিল। সেটাই সে দেখিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post