স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বের চেরা চার ব্যাটারের তিনজনই পাকিস্তানের। ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন পাকিস্তানীরা। বাবর আজম, ফখর জামান ও ইমাম উল হকরা সেরা চার জনের তিনটি জায়গা ধরে রেখেছেন।
বৃহস্পতিবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করেছে। বরাবরের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে তিনি। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আ্রিকার রাসি ফন ডার ডুসেন। তার রেটিং ৭৭৭।
একের দ্বিতীয় স্থানটি গ্যাপ দিয়ে তিনেই আবার পাকিস্তানের ব্যাটার ফখর জামান। তার রেটিং পয়েন্ট ৭৫৫। চারে থাকা পাকিস্তানের আরেক ব্যাটার ইমাম উল হকের রেটিং পয়েন্ট ৭৪৫। সেরা পাঁচে একজনই ভারতের। পঞ্চম স্থানে থাকার ভারতীয় শিবম দুবের রেটিং ৭৩৮।
ঘরের মাঠে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছেন তারা। অধিনায়ক বাবর আজম একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ফখর জামান।
সবশেষ পাঁচ ওয়ানডেতে বাবর আজম ২৭৬ রান করেছেন। একটি শতকের সঙ্গে ছিলো দুটি অর্ধশতক। আছে একটি ৪৯ রানের ইনিংসও। ফখর জামান শেষ পাঁচ ইনিংসে দু’টি সেঞ্চুরিতে করেছেন ৩৬৩ রান। ইমাম উল হক নিউজল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডেতে ব্যাট হাতে ১৯১ রান করেছেন। ছিলো দু’টি হাফ সেঞ্চুরি। মাত্র ১০ রানের জন্য মিস করেছেন একটি সেঞ্চুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০