স্পোর্টস ডেস্ক:: নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অপর দিকে বিসিবিও অপেক্ষা করছে সেনা বাহিনী প্রধানের সিদ্ধান্তের।
আগামি ৩ অক্টোবর থেকে বাংলাদেশে নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা। কিন্তুু দেশের চলমান পরিস্থিতি বিসিবি পড়েছে বেশ বিপাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশিং কার্যক্রম বন্ধ আছে। এমন নিরাপত্তাহীন পরিস্থিতি বৈশ্বিক আসর আয়োজন করা বেশ চ্যালেঞ্জ।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্বে থাকলেও মূলত সেনা বাহিনীর হাতেই দেশের আইশৃঙ্খলা পরিস্থিতি। আইসিসি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা আছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ক্রিকেট বোর্ডের কাছে জানতে চেয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা? শতভাগ নিরাপত্তা দিতে পারবে কি না?
বিসিবি বিশ্বকাপ আয়োজন করতে চায়। পূর্ব থেকেই প্রস্তুুতি আছে বোর্ডের। তবে এই মূহূর্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কায় পড়েছে বোর্ড। তাই সেনা বাহিনীর দ্বারস্থ হয়েছে বোর্ড। সেনা প্রধান ওয়াকার উজ জামানকে চিঠি দিয়েছেন বিসিবির কর্মকর্তারা।
তবে সেনা বাহিনী থেকে এখনো চিঠির জবাব আসেনি। বিসিবি চাইছে সেনা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বকাপ আয়োজন করতে। সেনারা নিরাপত্তার দায়িত্ব নিলেই ক্রিকেট বোর্ড আইসিসিকে জানাবে বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুুত তারা।
বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।’
সেনা প্রধানকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন,, ‘আইসিসি আমাদের সঙ্গে দুই দিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাব। আজকে (গতকাল বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারব না, এটা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। এজন্য সেনাপ্রধানকে চিঠি দিয়েছি।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামি ৩ অক্টোর থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। দশ দলের বিশ্বকাপ হবে ১৮ দিন। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারীদের টি-২০ বিশ্বকাপের। একই সময়ে ঢাকায় আইসিসির বোর্ড সভাও হওয়ার কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০