নিজস্ব প্রতিবেদক:: টি-২০ বিশ্বকাপ নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। ইন্টারন্যাশনার ক্রিকেট কাউন্সিলের বল ঠেলে দিয়েছে বাংলাদেশের কোর্টে। এমন পরিস্থিতিতে বিসিবির পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপে না গেলে পিসিবিও বিশ্বকাপ নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করবে। এমনকি বিশ্বকাপ বর্জনের পথেও এগুতে পারে দেশটি।
সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকায় বিসিবির কর্মকর্তাদের সাথে বৈঠক করে যাওয়ার পর আইসিসি জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামি ২১ জানুয়ারি বুধবারের মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছে আইসিসি।
বাংলাদেশ যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায়, সেক্ষেত্রে আইসিসি বিকল্প চিন্তা করছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, আগামী বুধবারের (২১ জানুয়ারি) মধ্যে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শনিবার বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই ডেডলাইন বেঁধে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
যদি বাংলাদেশ তাদের দাবিতে অনড় থাকে এবং বিশ্বকাপে অংশ না নেয়, তবে র্যাঙ্কিং অনুযায়ী তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর পরিকল্পনা করছে আইসিসি।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত টাইগাররা বিশ্বমঞ্চে মাঠে নামবে নাকি অন্য কোনো সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটের জন্য।
অপর দিকে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে অংশ গ্রহণ না করলে তারাও খেলবে না। আওয়ামীলীগ সরকার পতনের পর বাংলাদেশের পরম বন্ধু হয়ে উঠছে পাকিস্তান। ক্রিকেটেও দেশটি বিসিবির পাশে দাঁড়াচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































