বেনজেমাকে এভাবেই ছুটতে দেখতে চান আনচেলত্তি

0
59

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় সবশেষ রাউন্ডে তলানিতে থাকা এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ প্রত্যাশিত জয় পায়।পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। এই জয়ে কার্লো আনচেলত্তির দল ব্যবধান কমিয়েছে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদের দলটি এখন বার্সেলোনার চেয়ে আট পয়েন্টের ব্যবধানে চলে এসেছে।

ম্যাচে নিজের প্রথম গোলে কিংবদন্তি রাউলকে ছাড়িয়ে যান বেনজেমা। রাউলের করা ৫৫০ ম্যাচে ২২৮ গোলের মাইলফলক ছাড়িয়ে যান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩১১ গোল (২৯২ ম্যাচে) করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেনজেমাকে এভাবেই ছুটতে দেখতে চান রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি। এমনটাই জানিয়েছেন তিনি।

বেনজেমা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘সে (বেনজেমা) শুধু একজন স্ট্রাইকার নয়। সতীর্থদের সঙ্গে খুব ভালো সমন্বয় তার, বক্সের ভেতরে সে সবসময় প্রস্তুত থাকে এবং বল পায়ে রাখতে গোটা দলকে অনেক সহায়তা করে। অসাধারণ এক ক্যারিয়ার কাটাচ্ছে করিম। আশা করি, সে মাদ্রিদে এভাবেই চালিয়ে যাবে। সমর্থকেরাও তাকে এই রূপেই দেখতে চাইছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here