স্পোর্টস ডেস্কঃ মৌসুমের শেষ অংশে জ্বলে উঠবেন করিম বেনজেমা। এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে এমনই আশাবাদী রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। শুক্রবার সংবাদ সম্মেলনে বেনজেমার ফর্ম নিয়ে আশার কথা শোনালেন তিনি। ইতালিয়ান এই কোচ বলেন, দলের জন্য আগের মতোই সমান গুরুত্বপূর্ণ ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়।
আনচেলত্তি বলেন, ‘মৌসুমের দ্বিতীয় অংশে সে (বেনজেমা) আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আমরা মনে করি মৌসুমের শেষ পর্যন্ত সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার একটু চোট সমস্যা আছে এবং এখন তাকে সেরে উঠতে হবে।’
লা লিগায় রিয়ালের পরের ম্যাচ আজ (শনিবার)। তারা খেলবে কাতালান ক্লাব এস্পানিওলের বিপক্ষে। অ্যাঙ্কেলের চোটের কারণে এই ম্যাচে খেলবেন না বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের ভাবনায় তাঁকে নিয়ে ঝুঁকি নিচ্ছেন না আনচেলত্তি।
লা লিগায় ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা। কাতালানদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও এখনই শিরোপার আশা ছাড়ছেন না আনচেলত্তি। মাদ্রিদ কোচের মতে, শিরোপার লড়াই শেষ নয় এখনই!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০