স্পোর্টস ডেস্কঃ আগামী ১৯ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তৃতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়া অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন দলে ফিরেছেন। আছেন পেসার জস টং। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও আরেক পেসার অলি রবার্টসনও আছেন দলে।
জনি বেয়ারস্টোর সময়টা ভালো না গেলেও তিনি আছেন দলে। হেডিংলি টেস্টের এক ইনিংসেও তিনি ১২ রানের বেশি করতে পারেননি। এছাড়া সবশেষ ছয় ইনিংসে তার ব্যাটিং গড় ২৩.৫০। ফিফটি মাত্র ১টি।
যদিও প্রথম টেস্টের প্রথম ইনিংসে বেয়ারস্টো ৭৮ বলে ৭৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ২০ রান। লর্ডসে দুই ইনিংসে যথাক্রমে ১৬ এবং ১০ রান করেন। তবু তাঁর উপর আস্থা রেখেছে ইসিবি।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল-
বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০