স্পোর্টস ডেস্ক:: বোর্ড সভা করে আইসিসি জানিয়ে দিলো টি-২০ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিসিবি দল না পাঠালে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের জরুরী বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। বোর্ড সভা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক দিনের সময় দেওয়া হয়েছে। এই এক দিনের মধ্যে বিসিবি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
যদি বিসিবি দল পাঠাতে চায়, তবে ভারতে পাঠাতে হবে। আর পাঠাতে না চাইলে সেটি আইসিসিকে জানাবে। তখন আইসিসি বিকল্প দল নেবে। জরুরী সভায় বসে ভোটাভুটি করে এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আইসিসির ভার্চুয়াল জরুরী সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। চেয়ারম্যান জয় শাহ ছাড়াও সভায় আরও আছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজা তিওসে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ।
সভায় ছিলেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টসের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা এবং দুই সহযোগী সদস্য পরিচালক মুবাশ্বির উসমানি ও মাহিন্দা ভালিপুরম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































