স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল পুঁজি পেয়েছে কলকাতা। জিততে হলে তাই কোহলি-ডু প্লেসিসদের করতে হবে ২২৩ রান। রীতিমতো টপকাতে হবে রানের পাহাড়।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক কলকাতা। তবে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি সুনীল নারাইন। যদিও দারুণ ব্যাটিং করেছেন ফিল সল্ট। ঝড় তুলেছেন ব্যাট হাতে। নারাইনের সাথে উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে তুলেন ৫৬ রান। তবে ১৪ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ৪৮ রান করে ফিরেন সল্ট। দ্রুতই বিদায় নেন ১৫ বলে ১০ রান করা নারাইন।
রান করতে পারেননি রঘুবংশী। ভালো শুরু পেয়েও, দলীয় একশ পূরণের আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ভেঙ্কেটেশ আইয়ার। রিঙ্কু সিংয়ের সাথে ৪০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ২৪ রান করে রিঙ্কু ফেরার পর আন্দ্রে রাসেলের সাথে ৪২ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান শ্রেয়াস। তবে ফিফটি হাঁকিয়েই ড্রেসিং রুমের পথ ধরেন তিনি। ৩৬ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করেন এই তারকা।
ইনিংসের শেষ দিকে মাত্র ১৬ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের রান পাহাড় সমান উচ্চতায় নিয়ে যান আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং। ২০ বলে ৪ বাউন্ডারিতে ২৭ রান করে অপরাজিত থাকেন রাসেল। অপরাপ্রান্ত ৯ বলে ২টি করে চার ও ছয়ের মারে ২৪ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন রমনদীপ।
ব্যাঙ্গালুরুর হয়ে ক্যামেরন গ্রিন ও যশ দয়াল ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post