স্পোর্টস ডেস্কঃ পিছিয়ে পড়েও ব্রাজিলকে হারাল কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ২-১ গোলে জিতেছে তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শুরুতে এগিয়ে যায় গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে জোড়া গোল করে কলম্বিয়াকে ঐতিহাসিক জয় এনে দেন লিভারপুলে খেলা লুইস দিয়াজ।
শুক্রবার (১৭ নভেম্বর) মাঠে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটেই মার্তিনেল্লির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়রের আসিস্টে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোলটি করেন এই ব্রাজিল ফরোয়ার্ড। তবে তাদের দারুণ শেষ পর্যন্ত মলিন হয়েছে দিয়াজ নৈপুণ্যে।
পুরো ম্যাচে ৬০ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলের। তবে গোলমুখে শট বেশি নিয়েছে কলম্বিয়া, ২৩টি। যার ১০টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের ১৩ শটের তিনটি থাকে লক্ষ্যে। নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়াতেও ব্রাজিলের দাপট স্পষ্ট থাকলেও রক্ষণের ঘাটতি হয় প্রকট। শেষ দিকে রক্ষণের ফাঁকফোকর দিয়েই দুই গোল হজম করে ফার্নান্দো দিনিজের দল।
ম্যাচের ৭৫ মিনিটে ১-১ গোলে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াজ। ক্রিশ্চিয়ান বরজার ক্রসে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন তিনি। চার মিনিট পর আবারও ব্রাজিলের জালে বল জমা করলো কলম্বিয়া। এবারও দিয়াজের সেই দুর্দান্ত হেড। জেমস রদ্রিগেজের ক্রস থেকে হেড দিয়ে গোলপোস্টের বামকোণ দিয়ে বলটি ব্রাজিলের জালে প্রবেশ করান দিয়াজ। ফলে ২-১ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।
কয়েক দফা আক্রমণ করলে এরপর আর ম্যাচ নিজেদের দিকে ফেরাতে পারেনি ব্রাজিল। অবশেষে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। এই হারের পর দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে বাছাইপর্বে পাঁচে নেমে গেল ব্রাজিল। দিনের অন্য খেলায় উরুগুয়ের মাঠে গিয়ে হেরেছে আর্জেন্টিনাও। তবু শীর্ষস্থানে আছে তারা। দুইয়ে আছে উরুগুয়ে। পাঁচ রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল। একমাত্র দল হিসেবে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত রইল কলম্বিয়া। ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post