স্পোর্টস ডেস্কঃ সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পায়ে টান লাগায় মাঠ ছাড়েন কাই ওয়াকার। ফলে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি পাচ্ছে না এই ডিফেন্ডারকে। লিগে আগামী রোববার আর্সেনালের মুখোমুখি হবে সিটি। শুক্রবার সাংবাদিকদের সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, বেশি গুরুতর ওয়াকারের চোট।
২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে শিরোপাধারী সিটি। লিগের বাকি আর ১০ রাউন্ড। ২০১৪ সালের পর মৌসুমের এই পর্যায়ে পয়েন্ট তালিকার প্রথম তিন দলের মধ্যে এবারই ব্যবধান এত কম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post