স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগে এক হালি গোলের ম্যাচে বড় জয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাইটনকে।
বৃহস্পতিবার রাতের ম্যাচে সিটির কাছে পাত্তাই পায়নি ব্রাইটন।
পুরোটা সময় একক আধিপত্য বিস্তার করেই খেলে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের এক গোলে হালি পূর্ণ করে গার্দিওয়ালার শিস্যরা।
ম্যাচের ১৭তম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে লিড নেয় সিটি। ১-০ এগিয়ে যাওয়া দলটিকে মিনিট আটেক পরেই এগিয়ে দেন ফোডেন। ২৬তম মিনিটে তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে সিটি। মিনিট দশেক পরেই জোড়া গোল পূর্ণ করেন ফোডেন। ৩৪তম মিনিটে তার গোলে সিটি লিড নেয় ৩-০ ব্যবধানে। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ব্রাইটনকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে ব্রাইটন ফেরার চেষ্টা করে। তবে সাফল্যের দেখা পায়নি। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে এবার যোগ হয় আরেক গোল। ৬২তম মিনিটে গোলের হালি পূর্ণ করেন আলভারেজ। ৪-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাইটনকে।
৩ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৭৬। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post