স্পোর্টস ডেস্ক:: এবার সাত গোলের ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে। ভয়ঙ্কর লিভারপুলে ছারখার ম্যানচেস্টার ইউনাইটেড। মোহাম্মদ সালাহ, গাকপো ও নুনেজদের জ্বলে উঠার দিনে এরিক টেন হাগের দল গুণে গুণে সাত গোল হজম করে মাঠ ছেড়েছে।
প্রতিপক্ষের সাত গোল হজম করে একটি গোলও শোধ দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে। দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে উঠা লিভারপুলকে আটকানোর কোনো পথই খুঁজে পায়নি ম্যানইউ। প্রথমার্ধের এক গোলের সাথে দ্বিতীয়ার্ধে তাদেরকে হজম করতে হয় আরো ছয় গোল।
ম্যাচের প্রথমার্ধের বেশির ভাগ সময়ই সালাহদের আটকে রাখে ম্যানইউ। ৪৩তম মিনিটে কোডি গাকপো খুলেন গোলের জট। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্লপের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরো উজ্জ্বীবিত হয়ে উঠে সালাহ, নুনেজরা। ৪৭তম মিনিটে ডারউইন নুনেজ ব্যবধান করেন ২-০। মিনিট তিনেক পরেই গাকপো নিজের জোড়া গোল পূর্ণ করেন। ৫০ তম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় ৩-০ গোলে।
বিরতির পর দ্রুত দুই গোল হজম করা ম্যানইউ দিশেহারা হয়ে পড়ে। বেসামাল হয়ে যায় তাদের রক্ষণ। সুযোগ ভালোই কাজে লাগায় সালাহরা। ম্যাচের ৬৬তম মিনিটে মিশরীয় তারকা সালাহ নিজের প্রথম ও দলের গোলের হালি পূর্ণ করেন। ৪-০ গোলে এগিয়ে যাওয়া লিভারপুলকে ৭৫তম মিনিটে আরো এগিয়ে দেননুজে। এবার জোড়া গোল করেন তিনিও। লিভারপুল এগিয়ে যায় ৫-০ গোলে।
একের পর এক গোল হজম করা ম্যানইউ ম্যাচে আর ফিরতে পারেনি। ৮৩তম মিনিটে মোহাম্মদ সালাহ নিজের জোড়া গোল পূর্ণ করেন। অন্তিম সময়ে ম্যাচের ৮৮তম মিনিটে এরিক টেন হাগের দলের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন রবার্তো ফিরমিনো। লিভারপুলের ৭-০ গোলের বড় জয় নিশ্চিত হয় তাতে।
২৫ ম্যাচ খেলা লিভারপুল জিতেছে ১২টি ম্যাচ। ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি। সমান ম্যাচে ১৫ ম্যাচ জেতা ম্যানইউ ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০