স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান ম্যাচ হারলে এশিয়া কাপ থেকে দেশে ফিরে আসতে হতো বাংলাদেশকে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে খেলতে নামা সাকিব আল হাসানের দল বড় জয়ের হাসি হেসেছে। এ যেন সব শঙ্কা এক নিমিষে হাওয়া।
গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৩৩৪ রান করে বাংলাদেশ। রান প্রসবা এই মাঠে ওপেনিংয়ে নেমে ১১৯ বলে অপরাজিত ১১২ রান করেন মেহেদি হাসান মিরাজ। যেখানে ছিল ৭ চার এবং ৩ ছক্কার মার। সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্তও। তাতে রেকর্ড পুঁজি পায় বাংলাদেশ।
এরপর বল হাতে বোলাররা জ্বলে উঠেন। তাসকিন আহমেদ-শরিফুল ইসলামের তোপের মুখে পড়া আফগানিস্তান গুঁটিয়ে যায় ২৪৫ রানে। ৮৯ রানের সহজ জয় পেয়েছেন বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব-মিরাজরা। সুপার ফোরে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
আগে ব্যাট করা দলই লাহোরে বাজিমাত করে। এই মাঠের রেকর্ড এমনই। তাই এখানে টস জেতা বড় একটি বিষয়। পাকিস্তান সুপার লিগ বা আন্তর্জাতিক ক্রিকেট, সাদা বলের ম্যাচে আগে ব্যাট করা দলের জয়ের রেকর্ড বেশি গাদ্দাফি স্টেডিয়ামে। তাই টস ভাগ্য আলাদা এখানে। বাংলাদেশ অধিনায়ক সাকিবও এটি মনে করেন।
আফগানদের বিপক্ষে দাপুটে জয়ের পর অধিনায়ক সাকিব শুরুতে টস ভাগ্যকে আলাদা করে উল্লেখ করলেন। কারণ আগে ফিল্ডিং করতে হলে বিরূপ পরিস্থিতিতে পড়তে হতো বাংলাদেশকেও, ‘আমরা সব দিকে ভালো খেলেছি। ভাগ্য ভালো যে টস জিতেছিলাম। এমন উইকেটে এই গরমে ৫০ ওভারে ফিল্ডিং করে ব্যাট করা সহজ হতো না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০