নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলকে একশ রানও করতে দিল না বাংলাদেশ নারী দল। মঙ্গলবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানে থামে ভারতীয় দলের ইনিংস। জয়ের জন্য ৯৬ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আজ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ বাংলাদেশের সামনে।
দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি বন্দনার ওপেনিং জুটিতে ভারত পায় ৩৩ রান। এ জুটি ভাঙেন নাহিদা আক্তার। বোল্ড করে দেন স্মৃতিকে। ২ চারে ১৩ বলে ১৩ রান করেন এই ওপেনার। টিকতে পারেন নি শেফালিও। ১৪ বলে ৪ চারে ১৯ রান করেন তিনি। রানের খাতা খোলার আগেই বোল্ড হন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউরকে।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারত। ফলে কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। সপ্তম উইকেটে আমারজট কউরের সঙ্গে দিপ্তি শর্মার ২১ রানের জুটিতে মাঝারী পুঁজি পায় সফরকারীরা। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন শেফালি। এছাড়া আমানজট করেন ১৪ রান।
বাংলাদেশের হয়ে সুলতানার তিনটি ছাড়াও ফাহিমার শিকার দুই উইকেট। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post