স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারল না ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। পুনেতে ম্যাচটি ১৬ রানে জিতল লঙ্কানরা। সিরিজ এখন ১-১ সমতায়। এর আগে প্রথম ম্যাচে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছিল স্বাগতিকরা।
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ২০৬ রান। জবাবে ভারত শেষ ১৯০ রানে। ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে লড়াই করলেন কেবল মাত্র সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। দলীয় ৫৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুকছিল ভারত। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান দুজন। ৬৫ রান করেন অক্ষর ও ৫১ রান করেন সূর্যকুমার যাদব।
রান তাড়ায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই ঈশান কিষানকে (২) তুলে নেন শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথা। একই ওভারের শেষ বলে তিনি ফেরান ভারতের আরেক ওপেনার শুভমান গিলকে (৫)। পরের ওভারে অভিষিক্ত রাহুল ত্রিপাঠিকে (৫) ফেরান দিলশান মধুশঙ্কা। পঞ্চম ওভারে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (১২) তুলে নিয়ে ভারতকে একেবারে কোণঠাসা করে দেন চামিকা করুণারত্নে।
৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় পরে ভারত। দীপক হুডাও (৯) টিকতে পারেননি। এরপর হাসারঙ্গার এক ওভারে ২৬ রান তুলে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন অক্ষর ও সূর্যকুমার। ৩৬ বলে ৫১ রান করে মাদুশঙ্কার বলে সূর্য আউট হতেই ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। অক্ষর ও শিবম মাভির লড়াই কাজে আসেনি। ৩১ বলে ৬৫ রান করে আউট হন অক্ষর। ১৫ বলে ২৬ রান করেন শিবম মাভি।
এর আগে ৮০ রানে উদ্বোধনী জুটি গড়েন দুই লঙ্কান ওপেনার। ৩১ বলে ৫২ রান করে লঙ্কানদের বড় রানের লক্ষ্যে যেতে পথ করে দেন কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটির পর রানের গতি কিছুটা কমলেও শেষ দিকে দাসুন শানাকা ঝড় তোলেন। এ সময় লঙ্কানদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতকের রেকর্ড করে ফেলেছেন তিনি। ১৯ বলে চার ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা। ৩৫ বলে ৩৩ রান করেন ওপেনার নিশাঙ্কা। অধিনায়ক শানাকা শেষ দিকে তোলেন ঝড়। ২২ বলে তিনি খেলেন ৫৬ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও দুটি চারের মার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post