স্পোর্টস ডেস্ক:: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা মেয়েরা আত্মঘাতী গোলে হারিয়েছে ভারতীয় মেয়েদের।
কমলাপুরে অনুষ্টিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। আগের ম্যাচে রাশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা ভারতের বিপক্ষে একমাত্র গোলটি পায় প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোল শুন্য সমতায় রেখেই বিরতিতে যেতে হয় বাংলাদেশ-ভারতকে।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। শেষ পর্যন্ত বাংলাদেশের রক্ষাকর্তা হয়ে আসেন ভারতের আখিলা রজন। ম্যাচের ৭৪তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান তিনি। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ১-০ গোলের জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০