নিজস্ব প্রতিবেদক:: ফিফা টায়ার একের প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শনিবার মাঠে নামছে। সিলেট জেলা স্টেডিয়ামে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ সিসেল।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার রেঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২ নম্বরে। প্রতিপক্ষ সিসেল ১৯৯ নম্বরে। রেঙ্কিংয়ে প্রায় দুইশো ছুঁই ছুঁই দলটির বিপক্ষে ঘরের মাঠে নামার আগে প্রস্তুুতির কোনো কমতি রাখেনি বাংলাদেশ। সৌদী আরবে গিয়ে অনুশীলন ক্যাম্প করেছে। স্থানীয় দু’টি দলের সাথে খেলেছে দু’টি প্রস্তুুতি ম্যাচও।
দুর্বল এই সিসেলসের বিপক্ষে আগেও একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে পারেনি জিততে। ২০২১ সালের ১০ নভেম্বর ওই প্রীতি ম্যাচটি ১-১ গোলের ড্র’তেই শেষ করতে হয় বাংলাদেশ দলকে। এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে চায় স্বাগতিকরা।
সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার দুপুর সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-সিসেলশের ম্যাচটি। সাধারণ দর্শকরা ৫০ টাকার টিকিট কেটে মাঠে বসে দেখতে পারবেন ম্যাচ। বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
দুই দল নিজেদের শেষ প্রস্তুুতিও সেরেছে। ম্যাচ ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুশীলন সেরেছে অতিথিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post