স্পোর্টস ডেস্কঃ ২০২৭ সালে পরের বিশ্বকাপে নিশ্চিতভাবেই থাকবেন না মিচেল স্টার্ক। তাঁর বয়স হয়ে যাবে তখন ৩৭। তবে খুব শিগগির ওয়ানডে ছাড়ার ভাবনাও নেই অস্ট্রেলিয়ার এই তারকা পেসারের। আগামী ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এরপর সেপ্টেম্বরের আগে আর কোনো ওয়ানডে সিরিজ নেই তাদের। সেখান থেকে সোজা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে তাসমান সাগরপাড়ের দেশটি।
ওয়ানডে নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে স্টার্ক বলেন, আমি এর (বিশ্বকাপ) পরেও খেলা চালিয়ে যেতে চাই, তবে কোনো সন্দেহ নেই যে, পরের বিশ্বকাপে খেলতে পারব না। ওই বিশ্বকাপের জন্য আমার কোনো ভাবনা নেই। চার বছর অনেক দীর্ঘ সময়। আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বোচ্চ স্তর। টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার আগে বাকি সব ছেড়ে দেব। আমার জন্য (সেমি-ফাইনাল) অস্ট্রেলিয়ার হয়ে আরেকটি একদিনের ম্যাচ। আমার জন্য ওয়ানডে ক্রিকেটের পথ এখানেই শেষ নয়।’