স্পোর্টস ডেস্ক:: রোহিত শর্মার অবসরের পর নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। সাদা পোশাকে ভারতকে নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটসম্যান শুবমান গিল। বিসিসিআই শনিবার নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে।
রোহিতের অবসরের পরও দলে সিনিয়র ক্রিকেটার হিসেবে ছিলেন জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋশভ পন্থরা। তবে বিসিসিআই তাদের কাউকে টেস্ট কাপ্তানের দায়িত্ব দেয়নি। ভরসা রেখেছে তরুণ তারকা শুবমান গিলের উপরই।
টেস্টের আগে ভারতীয় টি-২০ দলেও অধিনায়কত্ব করেছেন গিল। জিম্বাবুয়েতে তার নেতৃত্বে খেলেছিল ভারত ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এখন পর্যন্ত ৩২ টেস্ট খেলে ১ হাজার ৮৯৩ রান করেছেন গিল, যেখানে গড় ৩৫.০৫। ভারতের সাদা জার্সিতে পাঁচ সেঞ্চুরির মালিক এবার দলকে দেবেন নেতৃত্ব।
শুবমান গিলের টেস্ট অধিনায়কত্ব শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ইংলিশদের বিপক্ষে সাদা পোশাকের ‘কঠীন’ লড়াই দিয়ে শুরু হবে তার নেতৃত্ব। রোহিত শর্মাম, বিরাট কোহলি-রচিন্দ্রন অশ্বিনদের ছাড়াই ভারতকে এখন থেকে খেলতে হবে টেস্ট। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করবে ভারত।
নতুন অধিনায়কের পাশাপাশি টেস্ট দলও ঘোষণা করেছে বিসিসিআই। টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার, যিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের বাধ্য করেছেন তাকে দলে ফেরাতে। গিলের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋশভ পন্থ।
ভারতের টেস্ট দল :
শুবমান গিল (অধিনায়ক), রিশভ পান্ট (সহ-অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নিতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশদীপ, আর্শদীপ সিং ও কুলদীপ যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০